আমার সম্পর্কে

আমার নাম রেজওয়ান এবং আমি পেশায় একজন সফটওয়্যার ইন্জিনিয়ার। বাংলাদেশের বেশ কিছু নামি-দামি সফটওয়্যার প্রতিষ্ঠানে আমার কাজ করার সুযোগ হয়েছে। বেশীর ভাগ সময়ে আমি বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের হয়ে বিদেশী টিমের সাথে রিমোট জব করেছি।

২০০৮ সালের শেষের দিকে আমি J2EE ডেভেলপমেন্ট (বিশেষত Java) দিয়ে আমার পেশাগত জীবন শুরু করি। পরবর্তীতে প্রতিষ্ঠানের প্রয়োজনে মোবাইল ডেভেলপমেন্ট নিয়েও কাজ করি এবং সবশেষে .NET টেকানোলজীতে থিতু হই।

গত ৭ বছরের অধিক সময় ধরে আমি ফিনটেক ও নিরাপত্তা নিয়ে  আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু টিমের সাথে হাতে কলমে কাজ করার সুযোগ পেয়েছি । ক্লাউড টেকনোলজি হিসেবে AWS এবং Azure দুইটিতেই আমি কাজ করেছি এবং DevOps নিয়ে কাজ করতেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।

আমার সাথে যোগাযোগ করুন

লিঙ্কডইন আমার সাথে যুক্ত হোন।