আমি আমার কর্ম জীবনে ৭ বছরের অধিক সময় ফিনটেক ও নিরাপত্তা নিয়ে হাতে কলমে কাজ করার সুযোগ পেয়েছি। কাজ করতে গিয়ে দেখেছি ফিনটেক ও নিরাপত্তা বিষয়ে ইংরেজীতে কনটেন্ট পাওয়া গেলেও সেগুলো সহজ এবং স্পষ্ট না এবং বাংলাতে এই কনটেন্ট গুলো পাওয়াই যায় না। তাই আমার লক্ষ্য হচ্ছে এই ব্লগের মাধ্যমে সেগুলো সহজ এবং সাবলীল ভাবে উপস্থাপন করা এবং প্রতিটি বিষয়ের সম্যক ধারনাটা দেওয়া। এই জন্য এই সাইটের থিম হচেছ..
Bridging the Dots of Fintech
একটি বিষয় আমি পরিষ্কার করতে চাই, এই ব্লগে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করার সময়, উদাহরন স্বরুপ বাংলাদেশের অনেক ব্যংক এবং আর্থিক প্রতিষ্ঠানের (যেমন bKash, MTB, EBL, DBBL, NPSB) নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের কোন ব্যংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে আমার কাজ করার সুযোগ হয়নি। তবে আমি অনুরপ প্রযুক্তি নিয়ে আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু সফটওয়্যার কোম্পানিতে কাজ করেছি এবং সেই অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করেছি। তাই আমার বর্ণনার সাথে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান গুলোর প্রযুক্তি ১০০% না মিললেও ৭০-৮০% মিল থাকার কথা, কারন ফিনটেকের মুলনীতি গুলো একই থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রকৃত বাস্তবায়নের সময় কিছু হেরফের করে।
২য় বিষয়টি হল, আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে এবং অনেকগুলো টপিকে আমি প্রাকটিক্যাল অভিজ্ঞতায় যা শিখেছি তাই বর্ণনা করেছি। সুতরাং আমার ব্যাখ্যাতে কিছু ভুল থাকতে পারে। আমার কোন বর্ণনায় ভুল পেলে আমাকে জানাবেন, আমি সেটা ঠিক করে নিব।
এছাড়া, কোন টপিক ব্যাখ্যা করার জন্য আমি আরেকটি সাইটের সহয়তা নিলে, Credit Section-এ সেগুলোর নাম উল্লেখ করেছি এবং প্রয়োজন অনুযায়ী মুল সাইটের লিংকও দিয়েছি।
সর্বশেষ বিষয় হল, বাংলা পোস্টে যথাসম্বভ বাংলা ব্যবহার করার চেষ্টা করেছি। যথাসম্বভ একারনে বললাম, যদি পুরোটাই বাংলায় লেখি, তখন কিছু বিষয় ব্যাখ্যা করে বুঝানো কঠিন হয়ে যাবে। তাই সহজে বুঝানোর জন্য যেখানে দরকার, সেখানে ইংরেজী শব্দ ব্যবহার করা হয়েছে।